• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

ওড়িশা-অন্ধ্রপ্রদেশে আঘাত হানল গুলাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৮:০৪ পিএম
ওড়িশা-অন্ধ্রপ্রদেশে আঘাত হানল গুলাব

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব। সন্ধ্যায় টুইট এক টুইটে এই তথ্য জানায় ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ।

ঘূর্ণিঝড়টি কয়েক ঘণ্টার মধ্যে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গাপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে।

এর আগে দুপুরে দুই রাজ্যে সর্বোচ্চ বিপদ সংকেত - রেড ওয়ার্নিং জারি হয়। বিবিসি জানায়, গুলাবের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে।

দক্ষিণ ছত্তিশগড়ে সোমবার সতর্কতা জারি থাকলেও ঘূর্ণিঝড়টির ওড়িশা পাড়ি দিয়ে দুর্বল নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করছেন আবহাওয়াবীদরা।

এছাড়াও ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা থাকছে বিদর্ভ, তেলেঙ্গানা, মারাঠওয়াডা, কংকন, মুম্বাই এবং গুজরাট উপকূলে। ঘূর্ণিঝড়ের প্রকোপে বন্যায় ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে মে মাসে ওড়িশায় আঘাত হানে বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসের তাণ্ডবে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!