• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

তৃনমূলের ৪-০ জয়, কোণঠাসা বিজেপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৪:৩২ পিএম
তৃনমূলের ৪-০ জয়, কোণঠাসা বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গের অবশিষ্ট চার আসনের উপনির্বাচনে সবকটিতে জয় পেয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃনমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচনেও তৃনমূলের কাছে ধরাশায়ী হয়ে কোণঠাসা অবস্থায় কেন্দ্রের শাসক দল বিজেপি।

হিন্দুস্তান টাইমস জানায়, কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও নদিয়ার শান্তিপুরের ভোট গণনা হয় মঙ্গলবার (২ নভেম্বর)। শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল প্রার্থীরা।

বেলা বাড়ার সঙ্গে বাড়ে ভোটের ব্যবধান। প্রতিটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয় পায় তৃণমূল কংগ্রেস। আগের দফায় বিজেপির দখলে থাকা দুটি আসন এবার দখলে নিয়েছে তৃণমূল।

গোসাবা ও দিনহাটায় তৃণমূলের কাছে পাত্তাই পায়নি বিজেপি প্রার্থীরা। গোসাবায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয় পান তৃণমূলের সুব্রত মণ্ডল। দিনহাটায় ১ লক্ষ ৬৩ হাজার ভোটের ব্যবধানে রেকর্ড জয় পান উদয়ন গুহ।

খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় ও শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীও বিপুল ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।

৪-০ ব্যবধানের জয়ে প্রার্থীদের এক টুইটে শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, “এই জয় জনগণের। অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নিয়েছে পশ্চিমবঙ্গ।”

 

Link copied!