• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫

আলোছায়ার মায়াজাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৬:১৬ পিএম
আলোছায়ার মায়াজাল
প্রদীপ্ত মোবারক। ছবি: সংগৃহীত

দিনের আলোর কাঁধে ভর করে রাত্রি নামে,
আঁধার ঠেলে হয় সূর্যোদয়; 
শুরু হয় আলোর খেলা৷ 
এভাবেই সময় বয়ে যায়৷ 
একটা সময় বেজে ওঠে বার্ষিক সমাপ্তির ঘণ্টা৷ 
নিয়ম কিংবা অনিয়মে পৃথিবীর পথ পাড়ি দিতে হয়৷ 
হাঁটতে হাঁটতে দেখি একটা পদধ্বনি, 
কিছু উচ্চারণ আর নানান রকমের আলোছায়ায় মাঝে; 
তোমার ভীষণ ব্যস্ত পাযুগল হৃদয় থেকে হৃদয়ে এক পা দু‍‍`পা করে হেঁটেই চলছে৷
সরলতায় ভরা গ্রাম্য বিশ্বাসে আর কখনোই— 
ভালোলাগা কিংবা ভালোবাসার স্বপ্ন দেখা হবে না আমার৷ 
ভেবেছিলাম এই উঠোনটাতে শান্তি আছে ঢের৷ 
তাই সরলতা নিয়ে শান্তি খুঁজেছি, 
আর— বিশ্বাসের জোরে পৃথিবীর দিকে বাড়িয়েছিলাম পা!
ঠিক কতটা যে অবুঝ ছিলাম আমি; 
আলোর লোভে না হারিয়ে গেলে; 
এটুকু আর জানাই হতো না!

 

লেখক : প্রদীপ্ত মোবারক

Link copied!