একটা বয়স পার হলে কমবেশি সবাই দাঁতের সমস্যায় ভোগেন। বিশেষ করে দাঁতের শিরশির অনুভূতি দিয়েই যাবতীয় সমস্যা শুরু হয়। শীতকালে সেই সমস্যা আরও চড়াও হয়ে উঠে। আবার ঠান্ডা কিছু খেলেই যেন দাঁতের শিরশির অনুভূতি বেড়ে যায়। যা খুবই অস্বস্তিকর। যা থেকে মুক্তির উপায় খুঁজতে থাকেন। অবশেষে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
দাঁতের শিরশিরানি কেন হয় এবং এই সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে বিশেষজ্ঞরা জানান, সাধারণত শীতকালেই ঠান্ডা পানি পান করলে বা ঠান্ডা খাবার খেলে দাঁতে শিরশিরানি অনুভব হয়। পরে তা প্রচণ্ড ব্যথায় রূপ নেয়। চরম ব্যথা থেকে অনেকের জ্বরও আসে।
চিকিৎসকদের মতে, দাঁতের সেনসিভিটি বা শিরশিরানি দুই প্রকার হয়। ডেনটেইনাল এবং পালপাল সেনসিভিটি। ডেনটেইনাল সেনসিভিটি সাধারণ একটি সমস্যা। অন্যদিকে পালপাল সেনসিভিটি ভয়ঙ্কর হতে পারে। কারণ দাঁতের পোকা বা ক্ষত থেকে পালপাল সেনসিভিটি হয়। যা খুবই যন্ত্রণাদায়ক।
চিকিৎসকরা পরামর্শ দেন, এমন শিরশির অনুভূতি থেকে মুক্তি পেতে কেমিক্যাল পেস্ট ব্যবহার করতে হবে। শীতকালে ঠান্ডাজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। পালপাল সেনসিভিটি মারাত্মক হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হবে। সাধারণত এমন সমস্যায় রুট ক্যানেল করে চিকিত্সা করা হয়। এছাড়াও দাঁতের নিয়মিত পরিচর্যা করতে হবে।
চিকিত্সকরা সতর্ক করেন, দাঁতের যন্ত্রণা বা ব্যথা অনুভব কোনো ধরণের গরম সেঁক দেওয়া যাবে না। এতে সমস্যা গুরুতর হতে পারে। দাঁতের যে পাশে ব্যথা থাকবে সেদিকে ভারী কোনো খাবার খাওয়া থেকেও বিরত থাকতে হবে। যতটা সম্ভব তরল খাবার খেতে হবে। চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ সেবন করাও যাবে না।








































