• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘অ্যাভাটার থ্রি’ যে নামে আসছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৫:৩৮ পিএম
‘অ্যাভাটার থ্রি’ যে নামে আসছে

২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসছে ‘অ্যাভাটার থ্রি’। জেমস ক্যামেরন অবশেষে ভক্তদের জানালেন ‘অ্যাভাটার থ্রি’র নাম। ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার নাম হল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২-এর বড়দিনের মৌসুমে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। এরপর থেকেই ‘অ্যাভাটার থ্রি’র অপেক্ষা।

এখনো সিনেমার কোনো ফুটেজ দেখা না গেলেও ক্যামেরন সামাজিক মাধ্যমে সিনেমার কনসেপ্ট শেয়ার করেছেন। দেখা গেছে নেইতিরি আগুনের মাঝে নাচছেন।

ক্যামেরন বলেছেন, ‘এই সিনেমায় এমন কিছু দেখতে চলেছেন দর্শকরা, যা আগে কখনো দেখা যায়নি।’ নির্মাতার মতে, দর্শকের প্রিয় চরিত্রগুলোকে আরও কঠিন লড়াই করতে দেখা যাবে ছবিতে।ইতোমধ্যে তৃতীয় পর্বের শুটিং শেষ। ক্যামেরন জানিয়েছেন এই ছবিতে দ্বিতীয় পর্বের চেয়েও বেশি নৃশংসতা ও ক্ষমতার লড়াই দেখানো হবে।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!