• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মুহররম ১৪৪৬

সই নকল করে টাকা তোলার অভিযোগে আলিয়ার সহকারী গ্রেফতার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৩:৪০ পিএম
সই নকল করে টাকা তোলার অভিযোগে আলিয়ার সহকারী গ্রেফতার
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী ছিলেন বেদিকা প্রকাশ শেঠি। অভিনেত্রীর সই নকল করার অভিযোগে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর, মোট ৭৬.৯ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে।

জানা যায়, বেদিকা প্রকাশ শেঠি শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের জুহু থানার পুলিশ।

একটা সময় নায়িকার যাবতীয় কাজকর্ম সামলাতেন বেদিকা। তবে সকলের অজান্তে আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ রুপির বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। আলিয়ার মা এবং প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার সোনি রাজদান বছরের শুরুতে জুহু থানায় অভিযোগ দায়ের করেন।

 প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট— দুই বছর ধরে বেদিকা জালিয়াতি চালান। প্রশাসন সূত্রের খবর, অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

Link copied!