• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মুহররম ১৪৪৬

কালকিনি পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৭:০৯ পিএম
কালকিনি পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

মাদারীপুরের কালকিনি পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরে ৫২ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব আয় ৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা, উন্নয়ন অনুদান ২ কোটি ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন তহবিল প্রজেক্ট ৪৪ কোটি ৬৩ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ও সমাপনী জেরসহ বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৭ লাখ ১ হাজার ৯৬৬ টাকা।

বাজেট ঘোষণার সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, পৌর হিসাব রক্ষন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাকিব হাসান, উপসহকারী প্রকৌশলী মো. লিটন হোসেন ও উপসহকারী প্রকৌশলী হোসাইন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!