চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগ এনে রাশিদা আক্তার নামে এক পোশাককর্মী মামলাটি করেছেন।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এই মামলার আবেদন করা হয়। পরে আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্তের নির্দেশ দেন। মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।
আগামী ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী রাশিদা আক্তার অভিনেতা ডিপজলের ভক্ত। গত ২ জুন তিনি গাবতলী গরুর হাটে ঈদুল আজহা উপলক্ষে গরু দেখতে যান। হাটে গিয়ে জানতে পারেন সেখানে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এসেছে এবং তিনি গরুর হাটের অফিসে আছেন। তখন তিনি সেই অফিসের ভেতরে প্রবেশ করেন ডিপজলকে সালাম দিয়ে বলেন, ‘ভাই আপনি কেমন আছেন? আমি আপনার খুব ভক্ত, আপনি আছেন শুনে দেখা করতে এলাম।’
তখন ডিপজল তার পিএস ফয়সালকে ধমক দিয়ে বলেন, “এই, এই মহিলা ভেতরে কীভাবে ঢুকল? বের কর এখান থেকে।”
তখন বাদীনি ডিপজলকে বলেন, “ভাই আমি আপনার সঙ্গে একটু কথা বলেই চলে যাব, আমাকে বের করে দিতে বলছেন কেন?”
তখন ডিপজল রাগান্বিত হয়ে বলেন, “এই তোরা এই মহিলাকে পিটিয়ে এখান থেকে বের কর।”
বাদী মামলায় আরও উল্লেখ করেন, এরপর ডিপজলের সহযোগীরা তাকে টেনেহিঁচড়ে বের করেন। প্রতিবাদ করলে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং পরে তার শরীরে এসিড ঢেলে দেওয়া হয়।
যদিও এই মামলা ও ওই নারীর অভিযোগের বিষয়ে ডিপজলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।