• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শাকিবের প্রিয়তমার খোলামেলা ছবিতে তোলপাড়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ১২:৪২ পিএম
কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবি: সংগৃহীত

ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা করে রাতারাতি বাংলাদেশের প্রিয়তমা হয়ে যান। সেই সঙ্গে দুই বাংলাতেই বেশ জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। কিছুদিন  আগে ইধিকা পালের অশ্লীল পোশাক পরা নিয়ে মন্তব্য করেন ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ডিপজল। সে সময় নেটিজেনরা ডিপজলের বিরোধীতা করলেও সম্প্রতি খোলামেলা ছবিতে আবির্ভাব হয়েছেন শাকিব খানের ‘প্রিয়তমা’ খ্যাত এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইধিকা পালের কিছু খোলামেলা ছবি সামনে আসে। যা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে ভারতের আলোচিত ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় খোলামেলা দৃশ্যের সেসব ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেন তথাগত নিজেই। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, পাথরের ওপরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী ইধিকা পাল। তার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। পরনে রয়েছে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ। ওড়নাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন তথাগত।

এদিকে প্রিয় নায়িকার এমন রূপ দেখে অনেকেই মেনে নিতে পারেননি। সুমন নামে একজন লিখেছেন, “আমরা আপনাকে এভাবে দেখতে চাই না। আপনি খুবই পছন্দের অভিনেত্রী আমার, আপনার পোশাকের জন্য অভিনয় আমাদের মন কেড়েছে।”

অন্য একজন লিখেছেন, “একটা ছবি করেই খুলে ফেলেছে, আরেকটা ছবি করলে কিছুই রাখবে না।”

এসময় অনেকেই ডিপজলকে সমর্থন করেছেন। তারা জানান, ডিপজলের কথাই সত্য।

Link copied!