আবারো আপনজনদের নিয়ে এক মঞ্চে উপস্থিত হলেন সুপারস্টার শাকিব খান। গত মাসের শুরুতে র্যাম্পে হেঁটেছিলেন তিনি। শাকিবের সঙ্গে দেখা গিয়েছিল আলোচিত চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মীম ও পূজা চেরিদের।
এবার আবারও এক মঞ্চে এই নায়িকাদের সঙ্গে দেখা গেল কিং খানকে। শাকিব খানের স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্কের নতুন একটি স্কিম চালু উপলক্ষেই এক মঞ্চে জড়ো হলেন তারা।
শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমক আয়োজনে চালু হলো রিমার্কের নতুন স্কিম প্যাকেজ ‘আপনজন’। জানা গেছে, ব্র্যান্ডটির ডিলার ও রিটেইলাররা এই স্কিমের আওতাধীন থাকবে।

অনুষ্ঠানে শাকিব বলেন, ‘আমরা একটি পরিবার। পরিবারের আপনজনের মতোই প্রন্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এই প্যাকেজের অংশ হচ্ছেন। এই ব্যবসায়ীরা যদি না থাকেন, তাহলে তাদের পরিবারকে যেন চিন্তা করতে না হয় যে, দোকান কে খুলবে, ব্যবসা চলবে কীভাবে? তাই আমরা রিমার্ক আপনজন হয়েই তাদের পাশে দাঁড়াব।’
এ সময় তিনি আরও বলেন, ‘একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না। কারণ প্রান্তিক পর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে মৃত্যুও।’

সবশেষে শাকিব খান বলেন, ‘তাই আপনজন একটি ভালোবাসার উদ্যোগ। এ আপনজন’র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।’
অনুষ্ঠানে রিমার্কের এই প্যাকেজের লোগো উন্মোচন করেন শাকিব। তখন তার পাশে মঞ্চে দেখা যায় বিদ্যা সিনহা মীম, পরীমনি, পূজা চেরি, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দীঘি ও মামনুন ইমনকে।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























