• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘ঢালিউড কুইন’ নামটা আমার নিজের দেওয়া না : অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০২:৪৪ পিএম
‘ঢালিউড কুইন’ নামটা আমার নিজের দেওয়া না : অপু বিশ্বাস
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু  বিশ্বাস তার অভিনয় গুণের মাধ্যমে দর্শক হৃদয়ে বেশ শক্ত অবস্থা তৈরি করেছেন। অভিনয় দক্ষতা তাকে ‘ঢালিউড কুইন’এর খেতাবও দিয়েছে। তবে, এই পদবী তার নিজের দেওয়া না বলে জানিয়েছেন অপু।

গণমাধ্যমের সঙ্গে আলাপে ‘ঢালিউড কুইন’ উপাধি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘‘এই নামে আমাকে যারা ডাকে তারা ভালোবাসা প্রকাশে করে ডাকে। অনেকেই এই উপাধি একসেপ্ট করতে চায় না। কিন্তু ‘ঢালিউড কুইন’ নামটা তো আর আমার নিজের দেওয়া না। দর্শকরা ভালোবেসে আমাকে ডাকে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি বলে মনে হয়। ২০০৯ কিংবা ২০১০ সাল থেকে দর্শকরা কুইন বলে ডাকে।’’

‘ঢালিউড কুইন’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘‘শাকিব খান একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেওয়াতে কিং খান হয়ে ওঠেন। তখন সে শুটিংয়ে এলে ডিরেক্টর বা প্রডাকশন থেকে বলতো আরে কিং খান এসেছেন। টানা শুটিং করায় মাঝেমধ্যে দেরি হলে অনেকে বলতো, শাকিব তো রাজা তাই লেট করে আসছে! ওভাবেই ‘কিং খান’ নামটা প্রতিষ্ঠিত হয়ে যায়। শাকিবের সঙ্গে এতো কাজ করেছি যে তাকে সবাই ‘কিং খান’ বলতো, তার কারণে আমাকেও সবাই ‘কুইন’ বলতে শুরু করে। সত্যি কথা বলতে, আমি নিজে কখনও এই নামটা ওভাবে নোটিশ করিনি। তবে যতদূর মনে পড়ে ২০০৯ সাল থেকে ‘ঢালিউড কুইন’ উপাধিটা পেয়েছি।’’

‘কোটি টাকার কাবিন’ থেকে ‘রাজনীতি’; ২০০৬-২০১৬ এই ১০ বছর শাকিব খানের বিপরীতে ৭০টির বেশি সিনেমাতে অভিনয় করেন অপু বিশ্বাস। একেরপর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে এই জুঁটি।

Link copied!