• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এফডিসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪, ০৯:৪১ পিএম
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এফডিসি
সাংবাদিকদের ব্রিফিং করছেন খোরশেদ আলম খশরু: ছবি: ভিডিও থেকে

রাত পোহালেই বহুল আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বিএফডিসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খশরু। তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায়  সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন। 

এ সময় খশরু আরও বলেন, ‘ এফডিসিতে গোয়েন্দা ক্যামেরা থাকবে এটা মোবাইল কোর্ট পরিচালনা করবে। এবং এই প্রথমবারের মতো একজন ম্যাজিস্ট্রেট থাকবে ফোর্সসহ যারা অপরাধ মনিটরিং করবে। কোনো জাল ভোট কিংবা ভোটে বাঁধা দেওয়া, হুমকি, অনৈতিক লেনদেনসহ সব দেখবে এই মোবাইকোর্ট। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা থাকবেন। তারাও দেখবেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুরু হবে।প্রতিযোগিতার জন্য প্রস্তুত শক্তিশালী দুটি প্যানেল। প্রস্তুত প্রার্থীও। এদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। চলচ্চিত্রের বিভিন্ন সূত্রে পাওয়া গেছে হাড্ডাহাডি লড়াইয়ের আভাস।

নির্বাচন নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদি জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘আমাদের পুরো প্যানেল জয়ের ব্যাপারে আশাবাদি। তবে আমার মনে হয় নিপুণ প্যানেলের সঙ্গে একটা হাড্ডাহাডি লড়াই হবে। যে প্যানেল বিজয়ী হোক সবাই মিলে শিল্পীদের উন্নয়নে কাজ করবো।’

এদিকে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘ জয়ের ব্যাপারে আমরা এগিয়ে রয়েছি, তবে হাড্ডাহাডি লড়াই হবে।’
এবারের নির্বাচনে দুই প্যানেলনির্বাচন করবেন মিশা সওদাগর ও  ডিপজলদের এবং অন্যটি মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণদের। চলুন তবে দেখে আসি, দুই প্যানেল থেকে কে কোন পদে লড়াই করবেন।

মিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহ-সভাপতির পদে লড়বেন মাসুম পারভেজ রুবেল, সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া।

অন্যদিকে, মাহমুদ কলি-নিপুণ প্যানেলের প্রার্থী হয়েছেন- সহ-সভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান, সহ-সাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান।

কার্যকরী পরিষদের সদস্য পদের হিসেবে থাকছেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো.সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।

এদিকে, এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।
 

Link copied!