• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

লস অ্যাঞ্জেলসের প্যারেড শোতে বাংলাদেশি শিল্পীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ১২:১৩ পিএম
লস অ্যাঞ্জেলসের প্যারেড শোতে বাংলাদেশি শিল্পীরা

বাঙালি আর ঘরের কোণে নেই। তারা ছড়িয়ে পড়েছেন বিশ্বময়। বিশ্বের বিভিন্ন দেশে প্রভাবশালী অবস্থায় রয়েছেন অনেকে বাংলাদেশি। তারা সংস্কৃতি বান্ধব। দেশের সংস্কৃতি জগতের সঙ্গে যে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ এর প্রমাণ মেলে এভাবে যে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। তাতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশের (বাফলা) উদ্যোগে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এক অনুষ্ঠান।

আগামী ৬ এবং ৭ মে লস অ্যাঞ্জেলসের বাংলাদেশি অধ্যুষিত লিটল বাংলাদেশ এলাকায় বসবে এই আয়োজন।

অনেকে মনে করেন এ আয়োজনে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি সেদিন রঙ-বেরঙের পোশাক আর লাল-সবুজের পতাকা হাতে অনুষ্ঠানে অংশ নেবেন। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশ থেকে উড়ে যাচ্ছেন একঝাঁক তারকাশিল্পী।

এদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেতা মীর সাব্বির, গীতিকার জুলফিকার রাসেল, অভিনেতা মাজনুন মিজান, অভিনেত্রী নাদিয়া আহম্মেদ, কণ্ঠশিল্পী রেশমী মির্জা ও টিনা রাসেল, মাহফুজা মম, ডালিম, কুমার বড়ুয়াসহ অনেকেই।  অনুষ্ঠান উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস।  

প্যারেড শোতে বাংলাদেশের তারকাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান বাফলার ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। 

Link copied!