• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২, ৯ রবিউস সানি ১৪৪৭

‘তোর বাপ-দাদা ইংরেজ সরকারের জুতো চাটছিল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ১২:১৭ পিএম
‘তোর বাপ-দাদা ইংরেজ সরকারের জুতো চাটছিল’
জাভেদ আখতার। ছবি: সংগৃহীত

জাভেদ আখতার। প্রখ্যাত গীতিকার। পাঁচ দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে জাভেদ আখতার তার বলিষ্ঠ মতামতের জন্য একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন। কখনও  স্পষ্ট কথা বলার জন্য, কখনও বা আবার পদবীর জেরে ‘দেশদ্রোহী’ কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে জনৈক নেটিজেন অযাচিতভাবেই জাভেদ আখতারকে আক্রমণ করে লিখেছিলেন, ‘আপনার বাবা তো আলাদা মুসলিম রাষ্ট্রের স্বার্থে পাকিস্তান তৈরি হওয়ার নেপথ্যে মদত জুগিয়েছিলেন। তারপর নিজের লেখালেখির উন্নতিসাধনে ভারতকে বেছে নিয়েছিলেন। আপনি এমন একজন গাদ্দারের ছেলে, যিনি ধর্মের নীরিখে দু দেশের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছিলেন। আপনি যা কিছুই বলুন না কেন, সত্যিটা তো বদলাবে না।’

জাভেদের বাবা জন নিসার আখতার একজন বিশিষ্ট কবি এবং উর্দু গজলের গীতিকার ছিলেন। এছাড়া ব্রিটিশ বিরোধী লেখকদের সোসাইটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার লেখা কবিতার মধ্য দিয়েই তৎকালীন ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। জাভেদ আখতারের দাদা ফজল-ই-হক খয়রাবাদি ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে সিপাহিবিদ্রোহে অংশ নিয়েছিলেন। আন্দামানে আমৃত্যু জেলবন্দী থেকে কারাগারেই ১৮৬৪ সালে মৃত্যুবরণ করেন।

স্বাভাবিকভাবেই বাবার প্রতি এমন অপমানজনক কথা সহ্য জাভেদ আখতারের তার। অতঃপর ওই নেটিজেনকে ‘সবক’ শেখাতেও পিছপা হলেন না তিনি।  ওই পোস্ট এক্স হ্যান্ডেলে শেয়ার করে পাল্টা  লিখেছেন, “এদের মতো মূর্খকে এড়িয়ে যাওয়া উচিত কিনা জানি না! সেই ১৮৫৭ সাল থেকে আমার পূর্বপুরুষরা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত। আমার পরিবারের সদস্যরা যখন কেউ জেলে গিয়েছিলেন তো কেউ ‘কালা পানি’র শাস্তিতে ভুগছিলেন, তখন সম্ভবত তোর বাপ-দাদা ইংরেজ সরকারের জুতো চাটছিল।”

Link copied!