বলিউডে কান পাতলে ভেসে আসে বিচ্ছেদের গুঞ্জন। এবার সেই গুঞ্জনে নতুন নাম অজয়-কাজল। দুই যুগ ধরে সংসার করছেন বলিউডের অন্যতম সেরা দম্পতি অজয় দেবগন এবং কাজল। তবে সম্প্রতি দাবানলের মতো ছড়িয়ে পড়ে অজয়-কাজলের বিবাহ বিচ্ছেদের খবর। যদিও সব গুঞ্জন উড়িয়ে সুখী পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন অজয় নিজেই।
এক ইনস্টাগ্রাম পোস্টে ছবি শেয়ার করে অজয় লিখেছেন, ‘এদের সঙ্গে সময় কাটানোর চেয়ে পবিত্র আর কিছুই নেই।’
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে কাজল অজয়ের কাঁধে হাত দিয়ে একটি রেস্তোরাঁয় পোজ দিচ্ছেন। সেলফিতে তাদের মেয়ে নাইসা এবং ছেলে যুগও রয়েছে।
এর কিছুসময় পরেই অভিনেত্রী কাজল তার ইনস্টাগ্রাম স্টোরিতে অজয়ের পোস্ট শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমি সমর্থন করি... স্মৃতিগুলি তুলে রাখা দরকার…’।
কিছু দিন আগেই ইনস্টাগ্রামসহ সব সামাজিক মাধ্যম থেকে নিজের সব ছবি সরিয়ে দিয়েছিলেন কাজল। নিজেই ঘোষণা করেছিলেন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
এরপর অবশ্য বোঝা যায় এই চমক ছিল তার নতুন ছবি ‘দ্য ট্রায়াল’-এর প্রচার কৌশল। যদিও এই পোস্টকে কেন্দ্র করে গুঞ্জন তৈরি হয়েছিল। আলোচনায় চলে আসে অভিনেত্রীর ব্যক্তিজীবন।
ওটিটিতে ওয়েব সিরিজে ডেবিউ করেছেন কাজল। ‘ট্রায়ালে’ তাকে দেখা গেছে একজন আইনজীবী, একজন স্ত্রী ও এক মায়ের চরিত্রে।



































