• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

অতৃপ্ত ক্ষুধা নিয়েই জন্মেছি: কৌশানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ১১:৫৮ এএম
অতৃপ্ত ক্ষুধা নিয়েই জন্মেছি: কৌশানি

কৌশানি মুখোপাধ্যায় প্রায় আট বছর অভিনয় ক্যারিয়ারে টলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছেন। ছকে বাঁধা বাণিজ্যিক ছবিতে লাস্যময়ী নায়িকার চরিত্রে দেখা গেলেও এবার কৌশানির কিছু পোস্টে আবারও সমালোচনাতে এসেছেন তিনি।

সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে কৌশানি লেখেন, “সফলতার জন্য অতৃপ্ত ক্ষুধা নিয়েই জন্মেছি আমি।”

এদিকে অভিনেত্রীর কাছ থেকে এমন মন্তব্য শুনে সমালোচনা করেছেন অনেকেই। কেউ বললেন, ‘রাজনীতি থেকে সিনেমা সব জায়গায় আপনি অসফল।’ আবার কেউ বললেন, ‘আপনার প্রেমিকের চক্করে সব খোয়াবেন।’

নেটিজেনেরা মনে করছেন, অভিনয়ে খুব বেশি আলোচনায় না আসতে পারলেও প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কের খাতিরে বরাবরই থেকেছেন আলোচনায়। পড়েছিলেন সিবিআই তদন্তের মুখেও। দিন কয়েক আগে বনিকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন কৌশানি। বোঝাই যাচ্ছে, নিজেদের সম্পর্ক নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই টলিউড জুটি। তাকে নিয়ে এসব সমালোচলার কোনো পাত্তায় দিচ্ছেন না তিনি।

 

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!