ওপার বাংলার মেগাস্টার দেবের ‘রঘু ডাকাত’ চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েই ঝড় তুলেছে বক্স অফিসে। শুরু থেকেই দর্শকদের বিপুল সাড়া পাওয়া এই ছবিটি এখন ভারতের বক্স অফিসে একাধিক ছবিকে টপকে দাপটের সঙ্গে এগোচ্ছে।
যদিও এখনো প্রযোজনা সংস্থা এসভিএফ ছবিটির আনুষ্ঠানিক আয় প্রকাশ করেনি, তবে যৌথ প্রযোজক মহেন্দ্র সোনি এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে জানান, ছবিটি ইতিমধ্যে ১০ কোটির ঘরে ঢুকে পড়েছে। তার কথায়,
“আগামীকাল দেব ডে-র জন্য উত্তেজিত। মেগাস্টার এই বিশেষ কারণেই।”
সঙ্গে ছিল হ্যাশট্যাগ: #RaghuDakat #10CroreClub।
তবে এই আয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিতর্কও। জিত ভক্তদের একটি অংশ এই আয়কে ‘জল মেশানো’ বলে ট্রল করছেন।
অন্যদিকে, বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যানক্লিক এর তথ্য অনুযায়ী, মুক্তির ১২ দিনের মাথায় ভারতের বক্স অফিসে ‘রঘু ডাকাত’ আয় করেছে প্রায় ৭ কোটি ৫৫ লাখ রুপি।
বিশেষজ্ঞরা বলছেন, সিঙ্গল স্ক্রিনে দেবের জনপ্রিয়তা এখনো অটুট, যা মাল্টিপ্লেক্সের চেয়ে অনেক বেশি দর্শক টানছে। এক্ষেত্রে ‘রঘু ডাকাত’ এগিয়ে গেছে ‘রক্তবীজ ২’-এর তুলনায়।
এর আগেও দেবের ‘খাদান’ ও ‘ধূমকেতু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। তবে এবার ভক্তরা আশা করছেন, ‘রঘু ডাকাত’ ২৫ কোটির ঘরে পৌঁছাবে এবং দেবের ক্যারিয়ারে নতুন রেকর্ড গড়বে।
এদিকে দেব ভক্তরা এখন নতুন এক দাবি তুলেছেন—দেব ও এসভিএফ যেন আবার ফিরিয়ে আনেন ‘চাঁদের পাহাড়’ সিরিজের তৃতীয় কিস্তি। শঙ্কর চরিত্রে দেবের দুর্দান্ত অভিনয় এখনো দর্শকদের মনে গেঁথে আছে।
পূজার ব্যস্ততা কাটিয়ে ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে দেবের পরবর্তী ছবি ‘প্রজাপতি ২’, যা নিয়েও দারুণ উৎসাহী ভক্তরা। সব মিলিয়ে, এ বছর যে দেব-ঝড় বইছে টলিউডে, তা বলাই বাহুল্য।