বাগ্দানের প্রসঙ্গ এখনো থামেনি, এর মাঝেই আরেক ঘটনায় খবরের শিরোনামে তেলুগু তারকা বিজয় দেবরাকোন্ডা। জানা গেছে, দক্ষিণ ভারতের জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালিতে এক সড়ক দুর্ঘটনায় পড়েন ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেতা।
সূত্র জানাচ্ছে, পুত্তাপর্থী থেকে হায়দরাবাদ ফেরার পথে তার গাড়ির সামনে হঠাৎ উল্টো দিক থেকে একটি এসইউভি এসে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে মুখোমুখি সংঘর্ষ! বড়সড় বিপদের আশঙ্কা থাকলেও, সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বিজয়। উপস্থিত বুদ্ধি খাটিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। গাড়িতে থাকা অন্য যাত্রীরাও নিরাপদে রয়েছেন, যদিও অভিনেতার গাড়ির বাঁ দিকের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর কিছুটা সময় বিশ্রাম নিয়ে অন্য একটি গাড়িতে করে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন বিজয়।
এদিকে এ দুর্ঘটনার খবরের সঙ্গে সঙ্গে নতুন করে চর্চায় এসেছে বিজয় দেবরাকোন্ডার ব্যক্তিজীবনও। কয়েক দিন আগেই অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে তার বাগদানের গুঞ্জনে তোলপাড় হয়েছিল টলিউড।