• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২, ৯ রবিউস সানি ১৪৪৭

আলহামদুলিল্লাহ, আমি কারো টাকায় এসব করিনা : প্রভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১০:১৬ এএম
আলহামদুলিল্লাহ, আমি কারো টাকায় এসব করিনা : প্রভা

বিনোদন জগতে তারকাদের ব্যক্তিগত জীবনকে ঘিরে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও শেয়ার করলেই শুরু হয় নানামুখী আলোচনা। সম্প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ভ্রমণের কিছু ভিডিও দেখে নেটিজেনদের একাংশ তার আয়ের উৎস ও বারবার ঘুরতে যাওয়ার কারণ নিয়ে প্রশ্ন তোলেন।

তবে নীরব না থেকে এক সাক্ষাৎকারে প্রভা খোলাখুলি নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পেজে তিনি নিয়মিত ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করছেন।

এ প্রসঙ্গে প্রভা বলেন, আসলে আমি একটু ব্লেসড। আমার প্যারেন্টস দুজনই ওয়ার্কিং, শিক্ষাগত যোগ্যতাও ভালো। ছোটবেলা থেকেই তারা আমাকে ঘুরতে নিয়ে যেতে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ, মা-বাবার জন্যই এত কিছু দেখতে পেরেছি।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই এসব মন্তব্য আসে। আসলেই আমাদের সমাজে কারো অ্যাচিভমেন্টকে সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করতে শেখা হয়নি। শুধু গ্ল্যামার ইন্ডাস্ট্রি নয়, অন্য ক্ষেত্রেও একই মানসিকতা দেখা যায়।

প্রভা আরও যোগ করেন, আমার ভ্রমণ বাবামায়ের আশীর্বাদ। আমি চাই মানুষ বুঝুক—আমি কারো টাকায় নয়, বরং নিজের পরিবার ও তাদের সমর্থন নিয়েই এসব করি।

Link copied!