• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

মাজারে শুয়ে ছিলেন অভিনেতা সমু চৌধুরী, উদ্ধার করল পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৬:৪৪ পিএম
মাজারে শুয়ে ছিলেন অভিনেতা সমু চৌধুরী, উদ্ধার করল পুলিশ
ছবি: সংগৃহীত

গফরগাঁওয়ের এক পুরোনো মাজার। পাশে একটি ছায়াময় গাছ। সেই গাছের নিচে নিঃসঙ্গ শুয়ে আছেন এক মানুষ। পরনে শুধু একটি গামছা। মলিন মুখ, বিধ্বস্ত শরীর। প্রথম দেখায় চিনে ফেলার উপায় নেই। কিন্তু ছবিটা ছড়িয়ে পড়তেই ঢাকার শোবিজ জগতে চাঞ্চল্য—এ তো অভিনেতা সমু চৌধুরী।

ছবিটি বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সঙ্গে একটাই প্রশ্ন ঘুরতে থাকে—এটা কি কোনো নাটকের দৃশ্য, নাকি বাস্তব? কেউ কেউ আশ্বাস খোঁজেন, কেউ আবার আতঙ্কিত হন‘আসলে কী হয়েছে?’

ছবির লোকটি আসলেই অভিনেতা সমু চৌধুরী। আর ঘটনাটিও বাস্তব। তিনি মানসিকভাবে অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের এক মাজার এলাকা থেকে।

খবর পেয়ে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ এবং স্থানীয় পুলিশ তৎপর হয়। সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু নিজেই নিশ্চিত করেন ‘সমু দাদাকে উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনা হচ্ছে, ঢাকায় আনার জন্য আমরা গাড়ি পাঠাচ্ছি।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!