রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে বিশ্বের ৭৫টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে। শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় এ উৎসবের উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর ৬টি ভেন্যুতে ৯ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি চলচ্চিত্র কলাকুশলীদের অংশগ্রহণে উৎসবটি মিলনমেলায় পরিণত হবে। ১২-১৩ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হবে ১১তম উইমেন ইন সিনেমা কনফারেন্স। ১৯ জানুয়ারি এই উৎসবের পর্দা নামবে।
এই আয়োজনে আলিয়স ফ্রঁসেজ ঢাকার লা আর্ট গ্যালারিতে উদ্বোধন হচ্ছে উৎসবের তত্ত্বাবধানে একটি বিশেষ গ্রুপ আর্ট এক্সিবিশন ‘পার্সপেকটিভ, অ্যা কনটেম্পোরারি গ্রুপ আর্ট অ্যাক্সিভিশন।’ এই এক্সিবিশনের পর্দা উঠছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।
সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল; উৎসব কমিটির চেয়ারপারসন কিশওয়ার কামাল; এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন; উৎসব কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ; উৎসব কমিটির সদস্য রফিকুজ্জামান; মাস্টার ক্লাস কো-অর্ডিনেটর ও ফেস্টিভ্যাল মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের ডিরেক্টর সাদিয়া খালিদ রিতি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রেস রিলিজ পড়ে শুনান আহমেদ মুজতবা জামাল। এরপর কনফারেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে বক্তব্য রাখেন সাদিয়া খালিদ রীতি।
আগামী ১৭ ও ১৮ জানুয়ারির মাস্টার ক্লাস সেশন প্ল্যান এবং মাস্টার ক্লাসে অংশগ্রহণের জন্য নিয়মাবলিগুলো নিয়ে কথা বলেন বিধান রিবেরু। পাশাপাশি ফেস্টিভ্যালে মিডিয়া প্রেজেন্স সংক্রান্ত যাবতীয় তথ্যাবলিও তুলে ধরেন মাস্টার ক্লাস কো-অর্ডিনেটর ও ফেস্টিভ্যালের মিডিয়া ইনচার্জ।
এরপর বক্তব্য রাখেন জালাল আহমেদ। তিনি উৎসব আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
এ ছাড়া ইলিয়াস কাঞ্চন এবং রফিকুজ্জামানও বক্তব্য রাখেন। কিশওয়ার কামালের সভাপতির বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন শেষ হয়।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
































