ভিনদেশে কী সেবা দেন, কাস্টমার কারা, জানালেন প্রভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ১২:২৭ পিএম
ভিনদেশে কী সেবা দেন, কাস্টমার কারা, জানালেন প্রভা
সাদিয়া জাহান প্রভা

একসময় তাকে মেকআপ করিয়ে দেওয়ার জন্য হন্যে হয়ে থাকতেন অনেক মেকআপম্যান। এখন তিনিই অন্যের মেকআপ করিয়ে দেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ইনস্টাগ্রাম প্রোফাইলজুড়ে এখন মেকআপের ভিডিও। গত কয়েক মাসে তিনি এমন অনেক ভিডিও পোস্ট করেছেন, যেখানে অন্যদের মেকআপ করিয়ে দিতে দেখা যাচ্ছে প্রভাকে।

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তিনি। মেকআপ রুম, শুটিং সেট, লাইট-ক্যামেরা-অ্যাকশনে কেটেছে প্রভার জীবনের অনেকটা সময়। ইদানীং অবশ্য অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন। অভিনয়ের বাইরে এখন তার নতুন প্যাশন মেকআপ, আর এ বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন, সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্টে এমনটাই জানালেন প্রভা।

সাদিয়া জাহান প্রভা

এত দিন শুটিং সেটে মেকআপ শিল্পীদের তুলিতে চরিত্র হয়ে উঠতেন প্রভা। এবার নিজেই নিয়েছেন সেই দায়িত্ব। তার প্রতিভা ও দক্ষতায় সেজে উঠছেন মডেলরা। অবশ্য প্রভার বেশির ভাগ মডেল এদেশীয় নন, আমেরিকান।

বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। ধারণা করা হচ্ছে, এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন সেখানেই কর্মরত প্রভা।

এদিকে ‍‍`মেকআপ বাই প্রভা‍‍` নামে আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া গেল এ অভিনেত্রীর, সেখানে তার কাজের কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে।

ফের আলোচনায় প্রভা! এবার কেন জানেন?

এ অ্যাকাউন্টের বায়োতে প্রভা নিজের পরিচয় দিয়েছেন, ‍‍`সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট‍‍` হিসাবে। সে অ্যাকাউন্টে যাদের ভিডিও প্রভা আপলোড করেছেন, তাদের ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট করা কয়েকটি ছবির মেকআপ আর্টিস্টের ক্রেডিটেও দেওয়া হয়েছে প্রভার নাম। সেখান থেকে স্পষ্ট যে, অভিনয় পেশার ইতি টানলেন প্রভা। এখন মেকআপ আর্টিস্ট পেশায় নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত এ অভিনেত্রী।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!