হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
জানা গেছে, হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। যদিও হাসপাতাল কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করেছেন রজনীকান্ত। সম্প্রতি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও সরে এসেছেন এই অভিনেতা।
রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমা হয় বক্সঅফিসে। চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার আসন্ন সিনেমাগুলোর মধ্যে ‘ভেট্টিয়ান’ ১৭০তম সিনেমা হতে চলেছে রজনীকান্তের।

































