• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

ঢাবিতে ‘পুঁজিবাদী প্রেমের’ বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৫:০৫ পিএম
ঢাবিতে ‘পুঁজিবাদী প্রেমের’ বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সিঙ্গেল পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভাকারীরা জয় সিঙ্গেল, একশন টু একশন ডাইরেক্ট একশন, মিঙ্গেলদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, সিঙ্গেল শক্তি সিঙ্গেলই মুক্তি, বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় সিঙ্গেল পরিষদের সভাপতি আবির হোসেন গিয়াস বলেন, “আমরা প্রেমের বিরুদ্ধে না, আমরা পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। প্রেমের নামে ফাঁদে পড়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে, আমরা তাদের সচেতন করতে চাই। অনেক ছেলে আছে যারা সব সময়ই রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল দেয় কিন্তু একজন মেয়ে তা দেয় না। দিলেও সে সংখ্যা অনেক কম। তাই আমরা পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি উল্লেখ করে সিঙ্গেল পরিষদের সভাপতি আরও বলেন, “আমাদের মনে প্রাণে সিঙ্গেল। যদি আমাদের সংগঠনে সিঙ্গেল বেশধারী কেউ থাকে, তা শনাক্ত হলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।” 

Link copied!