• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

ব্যক্তিগত পেজে রেরোবির নাম ও লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা


বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৬:৪৯ পিএম
ব্যক্তিগত পেজে রেরোবির নাম ও লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের নাম ও লোগো ব্যবহার করে ব্যক্তিগত ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট ব্যবহারে নিষেধ করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের নাম ও লোগো ব্যবহার করে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক অ্যাকাউন্টে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করা হচ্ছে। ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে সর্বসাধারণ বিভ্রান্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নাম ও লোগো ব্যবহার করে খোলা সকল ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে এখন থেকে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খোলার ক্ষেত্রে সরাসরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার না করারও নির্দেশনা দেওয়া হয়। সবাইকে এটা মেনে চলার অনুরোধ করা হয়।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Link copied!