• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

শাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা


শাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০২:৩৫ পিএম
শাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোলডারগণের সমন্বয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর চতুর্থ তলায় এক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) এর ফোকাল পয়েন্ট শাহিনা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

উপাচার্য বলেন, ‘সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা আনয়নের লক্ষে গত দশ বছর আগে ক্যাবিনেট মিনিস্ট্রির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বিশ্ববিদ্যালয়ের কাজ করে যাচ্ছি। সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতা একটি অপরিহার্য বিষয়। এজন্য যেকোন কাজ যথাসময়ে সম্পূর্ণ করতে হবে। তাহলেই আমরা এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) তে শতভাগ পয়েন্ট পেয়ে শীর্ষ অবস্থা করতে পারব।

এসময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!