• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

জাবি ক্যাম্পাসে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৪, ১১:৫৫ এএম
জাবি ক্যাম্পাসে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে জিসান আহমেদ (২৪) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) ভোরে শহীদ তাজউদ্দীন আহমেদ হলসংলগ্ন রাস্তার পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। জিসান পরিবারের সঙ্গে ক্যাম্পাসের পার্শ্ববর্তী কলাবাগান এলাকায় থাকতেন এবং বাড়িতে গরুর খামার দেখাশোনা করতেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ ভোরে কয়েকজন পথচারী শহীদ তাজউদ্দীন আহমেদ হলসংলগ্ন রাস্তার পাশে একটি গাছে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় জানান। পরে নিরাপত্তা শাখা পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন জানান, পরিবারের কাছে এখনো লাশ হস্তান্তর করা হয়নি। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তারা লিখিত আবেদন জানাবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!