• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

জাবিতে ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৯:৩৫ পিএম
জাবিতে ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন
মোমবাতি প্রজ্বলন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে এবং এ ঘটনার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে বিভিন্ন হল থেকে আসা নেতাকর্মীরা এ মোমবাতি প্রজ্বলন করেন।

এসময় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন মাহবুব বলেন, “এই ঘটনায় যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আমাদের এই মোমবাতি প্রজ্বলন। ধর্ষকদের স্থান এই ক্যাম্পাসে হবে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, “আমরা ধর্ষণে অভিযুক্তদের এমন শান্তি চাই যেন তার শাস্তি দেখে সবাই শঙ্কিত হয়। এ ধরনের অপকর্ম করে কেউ পার পাবে না। যারা নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়নে জন্য সংগঠনের নাম ব্যবহার করে, তাদের কোনো জায়গা থেকে সংগঠন ছাড় দেবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পূর্বের ন্যায় যেকোনো অন্যায় কাজের প্রতিবাদ করবে এবং এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

Link copied!