আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিন স্কুল অব এডুকেশনে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ড. ডোনাটেলা ক্যামেডার তত্ত্বাবধানে সম্পূর্ণ অর্থায়নকৃত চার বছর মেয়াদি একটি পিএইচডি কোর্স করার সুযোগ দিয়েছে। ট্রিনিটি রিসার্চ ডক্টরেট অ্যাওয়ার্ড প্রতিবছর ২৫ হাজার ইউরো উপবৃত্তি দেয়। ইউরোপে বা ইউরোপের বাইরের শিক্ষার্থীদের টিউশন ফি নেওয়া হয় না। প্রোগ্রামটি ২০২৪ সালের মার্চে শুরু হতে যাচ্ছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর।
আবেদনের যোগ্যতা
প্রকল্পের সঙ্গে সম্পর্কিত একটি ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর
আইরিশ বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে একটি অনার্স বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে
বুদ্ধিবৃত্তিক বিশেষ বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা অথবা কাজের অভিজ্ঞতা থাকতে হবে
ইংরেজিতে উচ্চ দক্ষতা সম্পূর্ণ হতে হবে
লেখার দক্ষতা থাকতে হবে
স্বাধীনভাবে ও তত্ত্বাবধায়কের অধীন কাজ করার ক্ষমতা 
শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা ও যোগাযোগে দক্ষতা
সৃজনশীল গবেষণাপদ্ধতিতে আগ্রহ
সমস্যা সমাধানের ক্ষমতা।
আবেদনের পদ্ধতি
আবেদনকারীর পিডিএফ ফরম্যাটে সিভি, ৪ পৃষ্ঠার ও দুটি রেফারেন্স চিঠি এবং নন-নেটিভ ইংরেজি স্পিকারদের জন্য ইংরেজি ভাষার সার্টিফিকেটের কপি (আইইএলটিএসে ৬.৫)  সহ সব নথি [email protected] ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে।
এছাড়াও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১০ ডিসেম্বর ২০২৩
অনলাইন সাক্ষাৎকার 
১৮ ডিসেম্বর ২০২৩
ট্রিনিটি সিস্টেমের মাধ্যমে পিএইচডির আবেদন ৩১ ডিসেম্বরের মধ্য।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
































