• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
এসএসসি ও সমমান পরীক্ষা

৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩, ০২:৩১ পিএম
৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে শুক্রবার (২৮ জুলাই)। এ বছর গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। তবে পরীক্ষায় ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।

শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের বিস্তারিত ফল তুলে ধরার সময় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত বছর এ সংখ্যাটি ছিল ৫০। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দুটি।

এ ছাড়া এবার শতভাগ পাস করেছে, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩৫৪, যা গতবার ছিল ২ হাজার ৯৭৫টি। সেই তুলনায় শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬২১টি।

এবারের প্রাপ্ত ফল অনুযায়ী, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১১ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ।

আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!