• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

২১ অক্টোবর জাবির হল খোলার সুপারিশ 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৯:৩০ এএম
২১ অক্টোবর জাবির হল খোলার সুপারিশ 

আগামী ২১ অক্টোবর হল খোলার সুপারিশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাডেমিক কাউন্সিল। হলে উঠতে হলে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটায় একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। সভায় হল খোলা ও ক্লাস শুরু হওয়ার বিষয়ে আলোচনায় এ সুপারিশ করা হয়। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

একাডেমিক কাউন্সিলে অংশগ্রহণ করা একাধিক শিক্ষক জানান, হল খুললেও শিক্ষার্থীদের ১৪ দিন হলে অবস্থান করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। এ সময় শিক্ষার্থীরা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অন্যদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে ওঠানো হবে বলেও জানান তারা।

একাডেমিক কাউন্সিলের বৈঠকে শিক্ষার্থীদের পরবর্তী ১৮ মাসের হল ফি মওকুফ করা হয়েছে।

এর আগে হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান জানিয়েছিলেন, এরই মধ্যে হলগুলোকে শিক্ষার্থীদের বাসযোগ্য করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দেয়াল সংস্কার ও রং করা হয়েছে। এবার হলে থাকবে না কোনো গণরুম। যেসব শিক্ষার্থীর ছাত্রত্ব শেষ তারা কেউ হলে উঠতে পারবে না।

Link copied!