পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র চাকমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:৪৫ পিএম
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা তাঁর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সমালোচনার মুখে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিলেও এখন তিনি বলছেন, এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমকে সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীরা চান না তিনি পদত্যাগ করুন। তাঁদের মতে, পদত্যাগের সিদ্ধান্তটি গণবিরোধী হবে। শিক্ষার্থীদের এই অবস্থানের কারণেই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

সর্বমিত্র বলেন, শিক্ষার্থীরা তাঁকে বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ডাকসুর গঠনতন্ত্রেও তাঁর পদত্যাগের বিষয়টি সমর্থন পায় না বলেও তিনি দাবি করেন।

গঠনতন্ত্রের কোন ধারার সঙ্গে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত সাংঘর্ষিক—এ বিষয়ে জানতে চাইলে সর্বমিত্র চাকমা বলেন, কোন ধারায় পদত্যাগের বিষয়টি উল্লেখ আছে, তা তাঁর জানা নেই।

ডাকসুর গঠনতন্ত্রের ১২(খ) ধারায় বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে বা পদ থেকে অপসারিত হলে অবশিষ্ট মেয়াদের জন্য প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদ পূরণ করা হবে।

Link copied!