• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

রোদে অজ্ঞান যুবক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৬:২৬ পিএম
রোদে অজ্ঞান যুবক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

নরসিংদীর মাধবদীতে রোদের মধ্যে চলাচলের সময় অজ্ঞান হয়ে পড়েন সাফকাত জামিল ইবান (৩২) নামের এক যুবক। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাফকাত জামিল ইবান (৩২) সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত জাকারিয়া জামিলের ছেলে। ইবান শেখেরচর বাজারের কাপড়ের ব্যবসা করতেন।

মৃতের পরিবারের সদস্যরা জানান, স্ত্রী ও তিন বছর বয়সী মেয়েকে নিয়ে নারয়াণগঞ্জে তার নানু বাড়ি থেকে ঈদ পরবর্তী বেড়ানো শেষ করে নিজ বাড়ি ফিরছিলেন ইবান। এসময় তীব্র তাপদাহের ফলে আক্রান্ত হন হিটস্ট্রোকে। পরবর্তীতে বাড়ি ফিরেও অজ্ঞান এবং অতিরিক্ত ঘামে স্বস্তিবোধ না করায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডা. মাহমুদুল কবির বাশার জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচণ্ড রোদের মাঝে চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যান ইবান। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!