• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ইঁদুর ধরতে গর্তে হাত, সাপের কামড়ে প্রাণ গেল যুবকের


যশোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৬:০৯ পিএম
ইঁদুর ধরতে গর্তে হাত, সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

যশোরের মনিরামপুর উপজেলায় সাপের কামড়ে সাকিব হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এড়েন্দা গ্রামে ইঁদুর ধরতে গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়ার পর সাপের কামড়ে তার মৃত্যু হয়।

সাকিব হোসেন মনিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

সাকিবের প্রতিবেশী মাহমুদুল হাসান জানান, গতকাল সন্ধ্যায় সাকিব বাড়ির পাশে রাস্তার ধারে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পাশেই একটি ইঁদুরের গর্ত ছিল। গর্তে ইঁদুর আছে কি না, তা দেখতে সাকিব গর্তের ভেতরে বাঁ হাত ঢুকিয়ে দেন। এ সময় গর্তের ভেতরে থাকা বিষধর সাপ সাকিবের হাতের তর্জনীতে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাকিবকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খুলনায় নেওয়ার পথে রাত ১০টার দিকে সাকিবের মৃত্যু হয়।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, “সাপের কামড়ে কারও মৃত্যুর খবর আমার জানা নেই।”

Link copied!