• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

আইসিসির বেঁধে দেওয়া শেষ দিনেই বিশ্বকাপ দল ঘোষণা করবে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০২:৫১ পিএম
আইসিসির বেঁধে দেওয়া শেষ দিনেই বিশ্বকাপ দল ঘোষণা করবে ভারত
ছবি: প্রতীকী

বিশ্বের বিভিন্ন দেশের আভ্যন্তরীন টি-টোয়েন্টি আসরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভারতের আইপিএল। ফলে ভারতের আসন্ন বিশ্বকাপের দলে কে থাকবেন, কে থাকবেন না, তা  নিয়ে এখন চলেছে বিশদ আলোচনা।

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যেই দলগুলো বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে। এবারের আসরের অন্যতম ফেভারিট দল ভারত।

চলমান আইপিএল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনে। আইসিসির ঘোষণা অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১ মে’র মধ্যে দল ঘোষণা করতে হবে। জানা গেছে, শেষদিন বুধবারই  বিশ্বকাপের দল ঘোষণা করবে ভারত।

বিশ্বকাপের দল নির্বাচনের জন্য হাতে আর বেশি সময় নেই। মঙ্গলবারই আহমেদাবাদে দল গঠনে বৈঠকে বসছে অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমন্ডল। বিশ্বকাপের ১৫ সদস্যের দল বেছে নেওয়াই বৈঠকের আসল উদ্দেশ্য।

বৈঠকে হার্দিক পাণ্ডিয়া এবং দ্বিতীয় উইকেটকিপার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। জানা গিয়েছে, চলমান আইপিএলে ছন্দে থাকা কেএল রাহুল এবং সঞ্জু স্যামসনের মধ্যে লড়াই হবে। আরেক বিকল্প জিতেশ শর্মা নেই ফর্মে। ধ্রুব জুরেল উইকেটকিপিংয়ের সুযোগ পাচ্ছেন না। তিলক বর্মা এবং সন্দীপ শর্মাকে নেওয়া হবে কি না তা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষত ডেথ ওভারে সন্দীপের পারফরম্যান্সে অনেকেই খুশি।

ভারতের সম্ভাব্য বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শ্বদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, শুভমান গিল, সঞ্জু স্যামসন, রিংকু সিং ও খলিল আহমেদ।

Link copied!