• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গার রেকর্ড ভাঙল যশোরে


যশোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৪:৪২ পিএম
সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গার রেকর্ড ভাঙল যশোরে
তাপপ্রবাহ বইছে। ছবি : সংগৃহীত

টানা ৩০ দিন ধরে রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ বইছে। এরমধ্যে গত দুই সপ্তাহ ধরে যশোরসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে এ বিভাগের যশোর ও চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। যশোর ও চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কিন্তু এই তাপমাত্রাকে ছাড়িয়ে যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এর আগে ২০১৪ সালের ২১ মে ৪৩ দশমিক ২ এবং ২০০৫ সালের ২ জুন ও সোমবার (২৯ এপ্রিল) ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে এতো তাপমাত্রা কখনো রেকর্ড হয়নি। তাপমাত্রার পারদ স্বাভাবিক পর্যায়ে আসতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

Link copied!