• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বিনা টিকিটে রেল ভ্রমণ : ১১৯ যাত্রীকে জরিমানা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১২:২৮ পিএম
বিনা টিকিটে রেল ভ্রমণ : ১১৯ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১১৯ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ১১৯ জন যাত্রীর কাছ থেকে ২১ হাজার ৪৫০ টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযানের নেতৃত্ব দেন।

অসীম কুমার তালুকদার বলেন, “রাতে ধূমকেতু বন্ধ থাকায় পদ্মা এক্সপ্রেসে যাত্রীর চাপ তুলনামূলক বেশি ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন পর্যন্ত ট্রেন পরিদর্শন ও টিকেট চেকিং কার্যক্রম চালানো হয়। এ সময় ১১৯ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করে তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ২১ হাজার ৪৫০ টাকা আদায় করা হয়।”

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!