• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

তিস্তায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ শ্রমিকের সন্ধান মেলেনি


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ১১:৫১ এএম
তিস্তায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ শ্রমিকের সন্ধান মেলেনি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবে তিন শ্রমিকের নিখোঁজের চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও রংপুর ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

রোববার (৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার তিস্তা ধুবনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৫৯), মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০) ও দক্ষিণ গড্ডিমরাী এলাকার মৃত খাদু শেখের ছেলে শফিকুল (৪৫)।

স্থানীয়রা জানান, সকালের দিকে ধুবনী এলাকার ১৩ জন কৃষিশ্রমিক নদী পার হয়ে চরে যাওয়ার সময় মাঝনদীতে নৌকা উল্টে যায়। এ সময় ১০ জন শ্রমিক সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও ৩ জন নিখোঁজ হন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নদীর বিভিন্ন স্থানে খুঁজে দেখছি। রংপুর থেকে আসা ডুবুরি দলও উদ্ধার অভিযান পরিচালনা করছেন।”

হাতীবান্ধা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছেন।”

Link copied!