• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

বাসে এসে চোরাই মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরেন তারা


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ০৫:৫৪ পিএম
বাসে এসে চোরাই মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরেন তারা

রাঙামাটিতে পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) দুপুরে তাদের কোতয়ালি থানায় আনা হয়।

গ্রেপ্তাররা হলেন ওমর ফারুক (২৮), আমির (৩৪), রীতিমত চাকমা (৩৯), জুয়েল উদ্দিন (৩৭) ও এরশাদ (৪০)।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছি রাঙামাটিতে মোটরসাইকেল চুরি হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, হাতিয়া, আমিরাবাদসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেলসহ পাঁচজন চোরকে গ্রেপ্তার করা হয়।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, “রাঙামাটিতে দিনে ও রাতে আলাদা মোটরসাইকেল চোর চক্র রয়েছে। রাঙামাটির ছেলে রীতিময় দুটি গ্রুপকে সহায়তা করে। গ্রুপগুলো শুক্রবার পাহাড়িকাসহ বিভিন্ন গাড়িতে রাঙামাটি আসে। পরে তারা মোটরসাইলেকগুলো চুরি করে পালিয়ে যায়।”

Link copied!