• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

‘গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশ ব্যবস্থা নিচ্ছে’


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৫:১০ পিএম
‘গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশ ব্যবস্থা নিচ্ছে’

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, “দৃশ্যমান ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সে ব্যবস্থা নিয়েছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে তা বাস্তবায়ন করা হচ্ছে।”

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্সে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, “জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করে। আইনশৃঙ্খলা রক্ষায় রাজপথে দক্ষতার সঙ্গে কাজ করছে পুলিশ।  এটি শত বছরের পুরোনো একটি বাহিনী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার মতো সক্ষমতা পুলিশের রয়েছে।”

তিনি আও বলেন, “পুলিশ মানুষের সেবায় সবসময় কাজ করছে। মানুষের সেবায় পুলিশ জরুরি সেবার জন্য ৯৯৯ চালু করেছে। এ পর্যন্ত চার কোটির বেশি মোবাইল কলে সাড়ে দিয়ে আমরা সেবা দিয়েছি। জাতীয় জরুরি সেবা নম্বরে প্রতিদিন গড়ে ২৫ হাজার মানুষ ফোন করে পুলিশের সেবা নিচ্ছে।”

Link copied!