• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সংশোধনাগারে নেওয়ার পথে পুলিশের হাত থেকে পালাল কিশোর


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৬:১৬ পিএম
সংশোধনাগারে নেওয়ার পথে পুলিশের হাত থেকে পালাল কিশোর

বরগুনায় পুলিশ হেফাজতে সংশোধনাগারে নেওয়ার পথে বাস থেকে লাফ দিয়ে মাহমুদ (১৬) নামের এক কিশোর পালিয়ে গেছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে বামনা উপজেলার তুলাতলা স্ট্যান্ড থেকে ওই কিশোর পালিয়ে যায়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ জুলাই ১৯ পিস ইয়াবাসহ মাহমুদ ও জনি নামের দুই কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠায় বামনা থানাপুলিশ।

ওসি বলেন, “আদালতের নির্দেশে সকালে পুলিশ পাহারায় বরগুনা কারাগার থেকে বিআরটিসি বাসে করে মাহমুদ ও জনিকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছিল। বাসটি বামনার তুলাতলা স্ট্যান্ডে পৌঁছালে গাড়ির জানালা দিয়ে মাহমুদ লাফ দেয়। পুলিশ তার পিছু ধাওয়া করলে সে একপর্যায়ে খালে ঝাঁপ দেয়। পরে তাকে আর পাওয়া যায়নি।

Link copied!