• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৯:০৬ এএম
ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার ওই এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে উপজেলার গোত্রশাল কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একমাস আগে উপজেলার জোড্ডা গ্রামের ফুফাতো ভাই দুবাইপ্রবাসী দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইলে তার বিয়ে হয়। ১৮ বয়স পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেওয়ার কথা ছিল। এক বছর আগে তার মা মারা যায়। তাই কিশোরী নিজ ঘরে প্রায়সময় একা থাকত।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুত চলছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Link copied!