• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ক্যাম্পে আরসার হামলায় এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৭:৩৪ পিএম
ক্যাম্পে আরসার হামলায় এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার কুতুপালং ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গা নেতা ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মোহাম্মদ নাজেরের পুত্র রশিদুল্লাহ (৩২), তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪-এপিবিএন এর অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ (অতিঃ ডিআইজি)।

সৈয়দ হারুনুর রশীদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা রশিদুল্লাহকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ রশিদুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠান। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের একটি পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে গত ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১৩৭ টি হত্যাকাণ্ড হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬টি হত্যাকাণ্ড হয়েছে। নিহতদের বেশিরভাগই রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা ও স্বেচ্ছাসেবক।

Link copied!