• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ভৈরবে মালবাহী ট্রেনকে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৪:৩৫ পিএম
ভৈরবে মালবাহী ট্রেনকে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার ভৈরব জংশনে যাত্রীবাহী এগারসিন্ধু ট্রেন একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে। ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকে আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

এর আগে ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে।

Link copied!