• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

সোনার গয়না ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা, যুবক গ্রেপ্তার


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ০২:৪২ পিএম
সোনার গয়না ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা, যুবক গ্রেপ্তার

নরসিংদীতে ষাটোর্ধ এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম রিজুকে (২২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

এর আগে রোববার (৩১ মার্চ) নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি এবং নিহত নারীর কানের দূল, নাকের ফুল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার রিজু সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইনউদ্দিন মিয়ার ছেলে। রিজু গত দেড় বছর আগে তার দাদীকে হত্যার পর জেল হাজতে বন্দি ছিলেন।

পুলিশ জানায়, গত ২৬ মার্চ বিকেলে ওই নারীর বাড়িতে যান রিজু। এসময় তাকে একা পেয়ে তার পরনে থাকা গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বৃদ্ধা চিৎকার করলে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যান রিজু।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রিজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি এবং নিহত নারীর কানের দূল, নাকের ফুল ও মোবাইল ফোন জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!