• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০২:২৪ পিএম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে আলমগীর খলিফার মালিকানাধীন ‘এফবি সাইকুল’ নামে একটি মাছ ধরার ট্রলার ১২ জন জেলাসহ ডুবে যায়। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন। উদ্ধার করা জেলেদের তীরে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “মাছ ধরার জন্য জাল ফেলার পর জেলেরা ট্রলারে ঘুমিয়ে পড়েন। এ সময় আকস্মিকভাবে ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। এরপর জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়েন এবং ভাসমান অবস্থায় পাশের একটি ট্রলার ৯ জনকে উদ্ধার করে। তবে এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!