• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

রডমিস্ত্রির গলা কেটে মরদেহ রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ১২:১৩ পিএম
রডমিস্ত্রির গলা কেটে মরদেহ রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা
টাঙ্গাইলের মানচিত্র। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

টাঙ্গাইল সদর উপজেলা এক রডমিস্ত্রিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফুলচান মিয়া (১৮) ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত ৮টার দিকে স্থানীয় লোকজন রাস্তার ওপর ফুলচানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাভলু মিয়া লাবু আরও জানান, ধারণা করা হচ্ছে রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুর্বৃত্তরা তাকে গলা কেটে মরদেহটি ফেলে রেখে গেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, কী কারণে, কারা তাকে হত্যা করেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যারাই হত্যাকাণ্ড ঘটাক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তানবীর আহমেদ আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!