• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০৮:১৯ পিএম
জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ
ঈশ্বরগঞ্জ থানা। ফাইল ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগে উঠেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার উচাখিলা ইউনিয়নে হাসের আলগী গ্রামে এ ঘটনা ঘটে। ওমর আলী ওই গ্রামের মৃত কলম শেখের ছেলে।

পুলিশ জানায়, ওমর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী গিয়াস উদ্দিনের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে গিয়াস উদ্দিনের ছেলে সিরাজুলের (২৮) সঙ্গে ঝগড়া ও মারামারি হয়। মারামারির একপর্যায়ে ওমর আলী মাটিতে পড়ে যান। পরে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

নিহতের স্বজনরা পুলিশের কাছে দাবি করেন, বৃদ্ধকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল নামের একজনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ঝগড়ার একপর্যায়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Link copied!