• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কালকিনির ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ীর মেলা এবার হচ্ছে না


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৪:৫৪ পিএম
কালকিনির ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ীর মেলা এবার হচ্ছে না

মাদারীপুরের কালকিনিতে প্রায় আড়াইশ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ী মেলা এবার হচ্ছে না। প্রতি বছর কালিপূজার সময় সপ্তাহব্যাপী এই মেলা হয়ে থাকে। তবে স্থানীয় জনগণ ও আলেম সমাজের আপত্তির কারণে এবছর মেলা অনুমতি দেয়নি প্রশাসন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, “কালকিনি উপজেলার ভুরঘাটার কুণ্ডুবাড়ীর ঐতিহ্যবাহী কালিপূজাকে কেন্দ্র করে মূলত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ মেলা এবারও অনুষ্ঠানের জন্য কালকিনি পৌরসভা থেকে আকবর হোসেন নামের এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় আলেম সমাজ ও ছাত্র প্রতিনিধিরা মেলায় আইন‑শৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন সমস্যা উল্লেখ করে মেলা বন্ধ করার জন্য লিখিত অভিযোগ দেয়। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কালকিনি পৌরসভা ও উপজেলা প্রশাসন এবার মেলা আয়োজন বন্ধ করার সিদ্ধান্ত নেয়।”

তবে মেলা বন্ধ থাকলেও মন্দিরটিতে কালিপূজা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউএনও।

এ বিষয়ে মেলার ইজারাদার আকবর হোসেন বলেন, “প্রায় আড়াইশ বছর ধরে কুণ্ডুবাড়ীর মেলা হয়ে আসছে। কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু এবার প্রশাসনের কাছে আলেম সমাজ আইন‑শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করে মেলা না করার জন্য লিখিত অভিযোগ দিয়েছে। তাই প্রশাসন আমাকে তারা মেলার আয়োজন করতে নিষেধ করেছে।”

মন্দির কমিটির উপদেষ্টা বাসু দেব কুণ্ডু বলেন, “দিপাবলী ও শ্রী শ্রী কালিপূজা উপলক্ষে আমাদের পূর্বপুরুষরা এই মেলা আয়োজন করে আসছেন। এবার মেলা কারা বন্ধ করে দিয়েছে–এটি আপনারা খুঁজে বের করুন। বাজারে কারা ব্যানার টাঙিয়েছে মেলা না করার জন্য–সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের।”

Link copied!