• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ১২:৩০ পিএম
জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে ইদ্রিস আলী (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার দুই পা ও এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে জেলার পূর্বধলা উপজেলার রাজধলা বিলের পশ্চিমের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী উপজেলার কালডোয়ার গ্রামের  জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়র জানান, দীর্ঘদিন ধরে নিহতের সঙ্গে তার চাচা আক্কাছ আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় ইদ্রিস আলী তার মেয়েকে নামাজ পড়ার কথা বলে বের হন। এ সময় আক্কাছ আলী ও তার ছেলে মিজানুর রহমানসহ আরও কয়েকজন তাকে কুপিয়ে শরীর থেকে দুই পা ও একটি হাত আলাদা করে ফেলেন। পরে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!